"স্বপ্ন-জাগরণী ফাউন্ডেশনের ১ম প্রতিষ্ঠাবার্ষিক”
"স্বপ্ন-জাগরণী ফাউন্ডেশন” এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে গত ১৪ ই জানুয়ারি ২০২১ এক অনুষ্ঠান কর্মসূচীর আয়োজন করা হয়।
মহামারী করোনার লকডাউনে ১টি পরিবারের করুণ অবস্থায় জনাব মোঃ জহিরুল ইসলাম (গাজী) এলাকার কতিপয় সামাজিক মানুষকে সাথে নিয়ে সেই পরিবারকে চাল-ডাল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ব্যবস্থা করে দেন।
সেই সময় থেকেই জনাব মোঃ জহিরুল ইসলাম (গাজী) মানুষের কল্যাণে কিছু করার চিন্তা-ভাবনা শুরু করেন তবে একার পক্ষে করা সম্ভব নয়, একটি সংগঠন থাকলে ১০ জন মিলে মানুষের কল্যাণে অনেক কিছুই করা সম্ভব।সেই চিন্তা-ভাবনা থেকেই সংগঠন করার প্রক্রিয়া শুরু করেন ।
সংগঠনের কার্যক্রম ১৪/০৫/২০২০ ইং শুরু হলেও ২০২০ ইং জানুয়ারি থেকে পূর্বের ০৫ মাসের মাসিক সদস্য ফি জমা দেয় সদস্যরা সেই হিসেবে সংগঠন প্রতিষ্ঠার তারিখ ০১/০১/২০২০ ইং খ্রিস্টাব্দ ধরা হয়।

logo
সে হিসেবে ১৪ ই জানুয়ারি ২০২১ ইং "স্বপ্ন-জাগরণী ফাউন্ডেশন” এর ১ম বার্ষিকী পুরণ হয়।

![]() |
মাক্স বিতরন (আরো ছবি) |
![]() |
হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করা |
বিকেলের দিকে স্বপ্ন-জাগরণী ফাউন্ডেশন কার্যালয় একটি অসহায় দরিদ্র ফ্যামিলি কে এক মাসের চাল-ডাল সহ নিত্যপণ্য মালামাল হস্তান্তর করা হয়।
সবশেষে রাতের বেলায় গরীড়িয়েবুনিয়া দরবার শফের শুধুমাত্র হাফেজ ছাত্রদের খাবারের মধ্য দিয়ে স্বপ্ন-জাগরণী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হইবে
মানবতার কল্যানে স্বপ্ন-জাগরণী ফাউন্ডেশনে মতো সামাজিক সংগঠন গুলো সফলতার ও সুনামের সাথে যুগ যুগ ধরে টিকে থাকুক।
কোন মন্তব্য নেই