"গড়িয়াবুনিয়া দরবার শরীফের" বার্ষিক ২২ তম বার্ষিক ইসালে সাওয়াব মাহফিলের প্রস্তুতি সভা ।

আলহামদুলিল্লাহ!!!
"গড়িয়াবুনিয়া দরবার শরীফের" বার্ষিক ২২ তম বার্ষিক ইসালে সাওয়াব মাহফিলের প্রস্তুতি সভা ।

গড়িয়াবুনিয়া দরবার শরীফ কতৃক আয়োজিত "২২তম ঈসালে সাওয়াব মাহফিল" এর প্রস্তুতি সভার আয়োজন করা হয়। গত ৫ জানুয়ারি ২০২১ইং তারিখ রোজ মঙ্গলবার বাদ এশা হাসনাবাদ মাজার কমিউনিটি সেন্টারে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।


কোরআন তিলাওয়াত এবং শুভেচ্ছা বক্তব্য দিয়ে অনুষ্ঠানে উদ্ভোদন করেন শাহ্ছুফী আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মদ বজলুর রহমান আমিনী সাহেব (রহঃ) এর সুযোগ্য সাহেবজাদা পীরজাদা হাফেজ হযরত মাওলানা মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ সাহেব (পীর সাহেব, গড়িয়াবুনিয়া দরবার শরীফ)


উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
হাজী পিয়ার মোহাম্মদ
(বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী)
বিশেষ অতিথি ছিলেন হাজী শাহদাত হোসেন (বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী)
এই সময় প্রধান অতিথি হিসাসে উপস্থিত ছিলেন মাসুমীয়া দরবার শরীফের পীর সাহেব আল্লামা মুফতি মোখতার রেজা মাছুমী সাহেব

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান পরিচালনা করেন মাহফিল এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আজম উদ্দীন সাহেব ও হাজী নাজিম শিকদার সাহেব।

২২ তম ঈসালে সওয়াব মাহফিল কীভাবে পরিচলনা হবে। কীভাবে করা যায় ইত্যাদি বিষয় মত বিনিময় হয় উক্ত অনুষ্ঠানে।
তাছাড়াও দরবার কতৃক পরিচালিত গড়িয়াবুনিয়া দরবার শরীফ নূরানী হাফিজিয়া মাদ্রাসাদরবার মসজিদের কাজের বিষয়েও আলোচনা করা হয়।

অনুষ্ঠানে মিলাদ কিয়াম ও মোনাজাত পরিচালনা করেন পীরজাদা হাফেজ হযরত মাওলানা মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ সাহেব (পীর সাহেব, গড়িয়াবুনিয়া দরবার শরীফ)

মোনাজাত শেষে একে একে ফুল দিয়ে বরন করেন
সভাপতি সাহেব ফুল দিয়ে বরন করে হাজী শাহদাত হোসেন সাহেব এবং মোখতার রেজা মাসুমী সাহেব কে

হাজী শাহদাত হোসেন সাহেব
সভাপতি সাহেব কে ফুল দিয়ে বরন করেন যুবকমিটির সদস্য বৃন্দ



পরিশেষে মাহফিল এন্তেজামিয়া কমিটি সবাইকে একসাথে বরণ করে নেন।


আলহামদুলিল্লাহ।
সফলতার সাথে সমাপ্ত হলো ২২ তম বার্ষিক ইসালে সাওয়াব মাহফিলের প্রস্তুতি সভা।
আয়োজক সহ কেন্দ্রীয় কমিটির সবাইকে আন্তরিক মোবারকবাদ।

গড়িয়াবুনিয়া দরবার শরীফের বার্ষিক মাহফিল চৈত্র মাসের ১, ২ ও ৩ তারিখ। ইংরেজি ১৫,১৬ ও ১৭ ই মার্চ ২০২১ রোজ সোম, মঙ্গল ও বুধবার।

আল্লাহ তায়ালা কবুল করুন। আমিন

ধন্যবাদ হাসনাবাদ বাসীদেরকে




কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.