গড়িয়াবুনিয়া দরবার শরীফের ৩ দিন ব্যাপী ২২ তম মাহফিল সুসম্পন্ন হয়েছে।
গত ১৭ই মার্চ রোজ বুধবার আল্লাহর অশেষ মেহেরবানীতে
শাহ্ছুফি আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মদ বজলুর রহমান আমিনী সাহেব (বড় হুজুর) রহঃ এর প্রতিষ্ঠিত গড়িয়াবুনিয়া দরবার শরীফ এর ৩ দিন ব্যাপী ২২ তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল সুসম্পন্ন হয়েছে।
প্রথম দিন ১৫ মার্চ ২০২১ বাদ আসর মিলাদ কিয়ামের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন শাহ্ছুফি আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মদ বজলুর রহমান আমিনী সাহেব (বড় হুজুর) রহঃ এর সুযোগ্য সন্তান পীরজাদা হাফেজ হযরত মাওলানা মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ সাহেব (পীর সাহেব, গড়িয়াবুনিয়া দরবার শরীফ।)
মিলাদ কিয়ামের পরে গড়িয়াবুনিয়া দরবার শরীফ নূরানী হাফিজিয়া মাদ্রাসার ছাত্রবৃন্দরা নাতে রাসূল, গজল ইত্যাদি পরিবেশন করে মাহফিল কার্যক্রম শুরু করেন।
বাদ মাগরিব হালকা জিকির ও তালিম দিয়ে মাহফিলের ওয়াজ নসিহত শুরু হয়।
এইদিন অন্যঅন্য আলেম ওলামারাও ওয়াজ নসিহত করে
প্রথম দিনের প্রধান আলোচক হিসেবে ওয়াজ নসিহত করে মাছুমীয়া দরবার শরিফের পীর সাহেব আল্লামা মুফতী মোখতার রেজা মাছুমী সাহেব।
এবং এই দিনের আখেরী মোনাজাত পরিচলনা করেন
পীরজাদা হাফেজ হযরত মাওলানা মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ সাহেব (পীর সাহেব, গড়িয়াবুনিয়া দরবার শরীফ।)দ্বিতীয় দিন ১৬ মার্চের বাদ ইশা বয়ার করেন আন্তর্জাতিক খ্যাতিস্পন মুফাসসিরে কুরআন, ফুরফুরা সিলসিলার অন্যতম মুবাললীগ আল্লামা মুফতি ড. আনোয়ার হোসেন সাইফী সাহেব।
এবং এই দিনের আখেরী মোনাজাত পরিচলনা করেন জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত ক্বারী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন আলহাজ্ব মুফতি আল্লামা হ্শাহ সাঈয়্যেদ আরিফ বিল্লাহ রাব্বানী সাহেব (মাঃ জিঃ আঃ) (সেঝ পীর সাহেব কেবলা, বদরপুর দরবার শরীফ।)
তৃতীয় দিন ১৭ মার্চ অন্যাঅন্য ওলামায়ে কেরাম ওয়াজ নসিহত করেন।
ঐ দিন প্রধান আলোচক হিসেবে বয়ান পরিচলনা করেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন আলহাজ্ব মুফতি আল্লামা ডা. খাজা বাকী বিল্লাহ মিসকাত চৌধুরী, (বড় পীরজাদা, সাদরা দরবার শরীফ,চাঁদপুর। )
শেষ দিনে মাহফিলে উপস্থিত ছিলেন এলাকার আলেম- ওলামা, বুজুর্গানে দ্বীন, মুরব্বীয়ানে কেরাম, উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য গন।
কোন মন্তব্য নেই