ঐতিয্যবাহী গড়িয়াবুনিয়া দরবার শরীফের ৩১ তম ইফতার মাহফিল
প্রতি বছরের ন্যায় এ বছরও হাসনাবাদ ঐতিহাসিক জামে মসজিদে গড়িয়াবুনিয়া দরবার শরীফ এর উদ্যোগে আয়োজন করা হয়েছিলো ৩১ তম বার্ষিক ইফতার মাহফিল ও দোয়া মাহফিল।
এই ঐতিহ্যবাহী ইফতার মাহফিল টি প্রতিষ্ঠা করে গেছেন গড়িয়াবুনিয়া দরবার শরীফ আলা হযরত পীর সাহেব কেবলা আল্লামা শাহ্ সূফী হযরত মাওলানা মুহাম্মদ বজলুর রহমান আমিনী সাহেব ( বড় হুজুর) রহ:।
যিনি হাসনাবাদ ঐতিহাসিক জামে মসজিদে দীর্ঘ ৩৬ বছর আন্তরিকতা ও নিষ্ঠার সাথে জীবনের শেষ সময় পর্যন্ত ইমাম ও খতিবের দায়িত্ব পালন করে গেছেন। সেই ধারাবাহিকতায় হাসনাবাদ এলাকাবাসির সার্বিক ব্যবস্থাপনায় এ অনুষ্ঠান খুবই সুন্দর ভাবে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। এ বছর ও তার ব্যতিক্রম নয়। আলহামদুলিল্লাহ!
এর আগে আরো দুটি ইফতার মাহফিলের আয়োজন কথা হয় একটি খানকায় আমিনীয়া হাসনাবাদে অন্য টি গড়িয়াবুনিয়া দরবার শরীফ বেতাগী বরগুনা তে
খুব সফল ভাবে এই বছরের ইফতার মাহফিলটি সুসম্পন্ন হয়। এলাকাবাসীর সার্বিক ব্যবস্থাপনা ও ভালোবাসায় এই ঐতিয্যবাহী ইফতার মাহফিলটি যুগ যুগ ধরে চলতে থাকুক এই কামনাই করি।
ধন্যবাদান্তে
পীর সাহেব, গড়িয়াবুনিয়া দরবার শরীফ
কোন মন্তব্য নেই